করোনা সতর্কতায় করিমপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন যানবাহনে স্যানিটাইজার কর্মসূচি রেডক্রস সোসাইটির

Social

মলয় দে, নদীয়া:- ক্রমেই ভয়ংকর আকার নিচ্ছে করোনা ভাইরাস। চিনের বাইরে বেশি হারে ছড়াচ্ছে এই রোগ। এখন করোনা থাবা বসিয়েছে ভারতে। রাজ্যে করোনায় আক্রান্তের জীবন সংকট কাটাতে এবার দেখা গেল করোনা সতর্কতায় নদীয়া জেলার করিমপুরে রেডক্রস সোসাইটি নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে স্যানিটাইজার কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল থেকেই করিমপুর ১ নম্বর ব্লকের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রতিটি বাস সহ বিভিন্ন যানবাহনের পাশাপাশি বিভিন্ন দোকানে দোকানে স্যানিটাইজার করল রেডক্রস সোসাইটির কর্মীরা।

সংস্থাটির সদস্যরা জানান “করোনা সংক্রমণ রুখতে এবং সাধারণ মানুষের যাতে প্রাণহানি না ঘটে তার জন্যই আমাদের এই উদ্যোগ” । সংস্থাটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply