সোশ্যাল বার্তা : ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে নদীয়া জেলার দোগাছী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ময়দানে আজ শিশুদের নিয়ে একটি যোগ শিবিরের আয়োজন করা হয়।স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর আনন্দধারা’র উদ্যোগে এই যোগ শিবিরের আয়োজন ।
করোনা আতঙ্কে শিশুরা ঘরবন্দী। বিদ্যালয়ে যাওয়া,ঘরের বাইরে খেলতে যাওয়া বন্ধ।ওঁদের আজ কিছুটা মানসিক এবং শারিরীক সুস্থতা দিতেই কৃষ্ণনগর আনন্দধারার এই উদ্যোগ।আজ প্রায় ৪০ টা শিশু আজ এই যোগ শিবিরে অংশগ্রহণ করে। ওঁদের প্রশিক্ষণ দিলেন যোগ প্রশিক্ষক মিঠুন বিশ্বাস।
আজ যোগ দিবস পালনের সাথে করোনা সচেতনতা, সাবান দিয়ে হাত ধোয়া দেখানো হয়।প্রত্যেকের হাতে খাদ্যসামগ্রী সেদ্ধ ডিম কলা, কেক,বিস্কুট,ম্যাগি,সাবান তুলে দেওয়া হয়। এই উদ্যোগে শিশু সহ এলাকাবাসী খুব খুশী।
আনন্দধারার পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারী শ্রী রাজু পাত্র বলেন, “লকডাউন এবং করোনা আতঙ্কে শিশুরা গৃহবন্দী। শিশুদের শারীরিক এবং মানসিক সুস্থতা দিতে পারে একমাত্র এই খোলা মাঠ।সেই কারণে এই খোলা মাঠে যোগ শিবিরের আয়োজন করা হয়েছে।একসাথে সমবয়সী বন্ধুদের পেয়ে শিশুরাও খুব খুশী। “