দেবু সিংহ,মালদা: প্রাকৃতিক দুর্যোগে অমরনাথ যাত্রায় মৃত পুণ্যার্থীদের শ্রদ্ধাঞ্জলি এবং অমরনাথ যাত্রা থেকে ফিরে আসা মালদা শহরের পূর্ণ্যার্থীদের সম্বর্ধনা দিল মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার শিব পূজা কমিটি।
সোমবার রাতে শিব পূজার পর অমরনাথের প্রাকৃতিক দুর্যোগে মৃত পুণ্যার্থীদের আত্মার শান্তি কামনা করে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিব পূজা কমিটির সদস্যরা ও পথচলতি মানুষেরা। এর পাশাপাশি মালদা শহর থেকে যারা অমরনাথ যাত্রায় গিয়েছিলেন তাদের সম্বর্ধনা দেওয়া হয় শিব পুজা কমিটির পক্ষ থেকে।
গত কয়েকদিন আগে অমরনাথ যাত্রার সময় হঠাৎ মেঘ ফাটা বৃষ্টিতে হড়কা বানে বেশ কয়েকজনের মৃত্যু হয়। আহত হয় অনেকে। যেদিন ঘটনাটি ঘটে তার একদিন আগেই ওই ক্যাম্প থেকে বেরিয়ে এসেছিলেন মালদা জেলার পুণ্যার্থীরা।প্রাকৃতিক দুর্যোগের লোমহর্ষক অভিজ্ঞতা শেয়ার করেন অমরনাথ যাত্রা থেকে ফিরে আসা পুন্যার্থীরা।
এদিন শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার ফল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গৌতম সাহা, সম্পাদক নব সাহা, শিব পূজা কমিটির সদস্য সঞ্জীব গুপ্ত, দুলাল ঘোষ, অমরনাথ থেকে ফিরে আসা মিঠুন দে সহ অন্যান্য পুণ্যার্থী ও ভক্তরা।
এদিন ঢাক কাঁসর বাজিয়ে মহা ধুমধাম করে শিব পূজার আয়োজন করা হয়। এর পাশাপাশি কয়েকশো ভক্তকে অন্য ভোগ খাওয়ানোর ব্যবস্থা করেন অমরনাথ যাত্রা থেকে ফিরে আসা পুণ্যার্থীরা।