মলয় দে, নদীয়া :-নদিয়ার চাকদহেত আঙিনা, একটি ব্ল্যাক বক্স।এখানে অন্তরঙ্গ নাট্যের অভিনয় নিয়মিত হবে।এই ব্ল্যাক বক্সের নামকরণ করেন শ্রী দেব শংকর হালদার। নাম দেন আঙিনা এবং উদ্বোধক ছিলেন শ্রী দেবশংকর হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন নাট্যগবেষক শ্রী আশিস গোস্বামী, অভিনেতা শ্রী কমল চট্টোপাধ্যায়, শ্রী প্রবীর গুহ শ্রী অরুন ভট্টাচার্য্য, কৌশিক ঘোষ, শ্রী মনোজ প্রসাদ শ্রী অভীক ভট্টাচার্য, শ্রী সত্যকাম বাগচী, শ্রী সুশান্ত হালদার প্রমুখ নাট্যব্যক্তিত্ব। এদিন আঙিনায় উপস্থিত ছিলেন চাকদহের অধিকাংশ নাট্যদলের পক্ষ থেকে তাদের নির্দেশক এবং অভিনেতারা। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী সমর মিত্র, শ্রী ঋতুরাজ গোস্বামী, শ্রী মানস চক্রবর্তী সহ সকল নাট্যকর্মী বন্ধুগণ।
এই আঙিনাতে আগামী ১১ থেকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত একটি অন্তরঙ্গ নাটকের মেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন শ্রী মৈনাক সেনগুপ্ত, বিশিষ্ট নাট্যকার। এখানে অংশগ্রহণ করবেন বিভিন্ন জেলার নাট্য দলগুলি। মাত্র ৪০ জন দর্শক এই নাট্যমেলায় দর্শকের আসনে উপস্থিত থাকবেন। আঙ্গিনার শুভ উদ্বোধন অনুষ্ঠানে চাকদহের প্রচুর মানুষ উপস্থিত ছিলেন।এই সময়ে বিধিনিষেধ মেনেই দুটি পৃথক ঘরে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারিত হয়।
নাট্যজন এর কর্ণধার সুমন পাল সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে , জানান এই আঙিনাকে তারা সঠিকভাবে ব্যবহার করবেন এবং এই আঙিনাতেও নির্মাণ করবেন বিভিন্ন ধরনের নাটক। আগামীতে এই আঙিনা ব্যবহার করতে পারবে যেকোন সাংস্কৃতিক সংগঠন।