রায়গঞ্জঃ যাঁরা মন্ত্র তন্ত্র নিয়ে সময় কাটান, তাঁদেরকে কুসংস্কার থেকে সরিয়ে আনতে রবিবার সূর্য গ্রহনে অভিনব পন্থা নিয়েছিল চোপড়া বিজ্ঞান কেন্দ্র।
বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এদিন উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে গ্রামে গঞ্জে ঘুরে সূর্য গ্রহন নিয়ে সাধারন মানুষের কৌতুহল মেটানোর পাসাপাশি এলাকার সাধু-তান্ত্রিকদের সূর্যগ্রহনের বিজ্জান সন্মত কারন বোঝানো হয়। কি কারনে সূর্যের উপর কালো ছায়া পড়ে, এর পিছনে কোন রাহু-কেতুর প্রভাব নেই সেই বিষয়েও সচেতন করা হয়। সচেতন করার পাশাপাশি খালি চোখে যাতে এই সময় কেউ সূর্যের দিকে না তাকায়, সে বিষয়েও আনুরোধ করা হয়েছে। বিজ্ঞান মঞ্চের সদস্যদের হাত থেকে বিশেষ ধরনের চশমা নিয়ে এলাকার সাধু সন্ন্যাসীরাও এদিনের সূর্য গ্রহন দেখেছেন।