রায়গঞ্জঃ রবিবার সকাল থেকে রায়গঞ্জ শহরের আকাশ খুব একটা পরিস্কার না থাকলেও বেলা সাড়ে দশটা নাগাদ রোদের দেখা পাওয়া যায়। সেসময় মেঘের আড়াল থেকে উঁকি দেয় সূর্য। প্রায় এগারোটা থেকে সূর্যের বলয় গ্রাস দেখতে শহরবাসীর মধ্যে উৎসাহ দেখা দেয়। শহরের উঁচু বাড়ির ছাদে বা ফ্ল্যাটগুলির ছাদে কৌতুহলী মানুষকে ভিড় জমাতে দেখা গিয়েছে। কিন্তু খালি চোখে কেউ সূর্যের দিকে তাকাননি। প্রায় সবার হাতেই ছিল পুরানো এক্সরে প্লেট। তাই দিয়েই সূর্যের বলয় গ্রাস দেখেন উৎসাহিত মানুষ। দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সূর্য গ্রহন রায়গঞ্জ থেকে ভালোভাবে দেখা গিয়েছে। এরপরে আকাশ কালো মেঘে ঢেকে বৃষ্টি নামে। যেটুকু সময় সূর্য গ্রহন দেখা গিয়েছে, তাতেই খুশী শহরবাসী।