মৃত্যুবার্ষিকীর দিনে প্রান্তিক মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, সহযোগিতায় গোত্রহীন

Social

সোশ্যাল বার্তা: দুঃসাহসিক পাহাড়ি অভিযানের লক্ষ্যে পথ চলা শুরু নদীয়া জেলার কৃষ্ণনগরের গোত্রহীনের । সেই গোত্রহীন লক ডাউনের পর থেকে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টায় এগিয়ে চলেছে । আজ গোত্রহীনের গন্তব্য স্থান ছিল কৃষ্ণনগর ১নং ব্লকের দোগাছি অঞ্চলের ভুতপাড়া আদিবাসী এলাকায় ।

গ্রামের অধিকাংশ মানুষই আদিবাসী সম্প্রদায়ের । গ্রামের অনেকেই শ্রমিকের কাজ করেন ভিন রাজ্যে । তাদের মধ্যে অনেকেই এখনও বাড়ি আসতে পারেননি । কেউ কেউ  এসেছেন তারা কোয়ারেন্টাইন সেন্টারে ।

এই সমস্ত পরিবারের জন্য গোত্রহীন  সংগঠনের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আলু, চিড়ে, মুড়ি,সর্ষের তেল, মুসুরির ডাল, সোয়াবিন,সাবান পৌঁছে দেওয়া হয় ঐ এলাকার ৩১ টি পরিবারের হাতে। ৬০টি শিশুর হাতে তুলে দেওয়া হয় বিস্কুট ।

গোত্রহীন পরিবারের সদস্য সৌগত দাস ,তার শশুর মহাশয়ের বিশ্বনাথ দে সরকার এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার স্মৃতির উদ্দেশ্যে এই দ্রব্যাদি সমূহ পৌঁছে দেওয়া হয় এলাকার অসহায় মানুষের কাছে ।  কঠিন সময়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে গোত্রহীন এগিয়ে চলেছে ।

আগামী দিনেও গোত্রহীনের লক্ষ্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি তাই আগামী ৭ই জুন২০২০ তে রক্তদান শিবির এবং আরো অসহায় মানুষের কাছে বেঁচে থাকার নূন্যতম দ্রব্যাদি সমূহ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে সংগঠনটির সদস্যবৃন্দ ।

Leave a Reply