“পরিবেশ রক্ষার বার্তায় ১৩৫ কি:মি: সাইকেল অভিযান “

Social

নিউজ সোশ্যাল বার্তা,৩রা ডিসেম্বর ২০১৯: পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পূর্ব বর্ধমানের কালনার “কালনা উত্তরণ ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা সাইকেল অভিযানের মাধ্যমে জনসাধারণকে সচেতন করার বার্তা গ্রহণ করল । আজ কালনা থেকে তাদের সাইকেল অভিযান এর সূচনা হয় এই অভিযান চলবে মুর্শিদাবাদের হাজারদুয়ারি পর্যন্ত মোট ১৩৫ কি:মি: এভাবেই তারা আবার ফিরে আসবেন কালনায়। সাইকেল অভিযানের এই দলে রয়েছেন মোট ৭ জন সদস্য তারা হলেন- সমরজিৎ হালদার, অমর পাল, শান্তনু চক্রবর্তী, রঘুনাথ মালো, দেবাশীষ সাহা, মিঠুন কীর্তনীয়া ও সুব্রত মালো ।সাইকেল অভিযানটি সমুদ্রগড়, নবদ্বীপ, কৃষ্ণনগর, বহরমপুর হয়ে পৌঁছবে মুর্শিদাবাদের হাজারদুয়ারি । পথিমধ্যে বিভিন্ন জায়গায় তারা জনসাধারণকে পরিবেশ সম্পর্কে সচেতন করছেন । সাইকেলে রয়েছে পরিবেশবান্ধব বিষয়ে বিভিন্ন সচেতনতার বার্তা ।

দলের অন্যতম সদস্য কালনা পৌরসভার কাউন্সিলর সমরজিৎ হালদার বলেন “আজ ৩রা ডিসেম্বর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরামের বসুর জন্মদিন আর দিনটিকেই আমরা বেছে নিয়েছি । চারিদিকে প্লাস্টিকের ব্যবহার চলছে, মাটির নিচের জলস্তর কমে যাচ্ছে সঠিকভাবে জল ব্যবহার না করার ফলে । পরিবেশ নষ্ট হচ্ছে তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে আমাদের এই উদ্যোগ” ।

Facebook :https://www.facebook.com/News-Social-Barta-24X7-110434333650363/

WhatsApp : 9434158779