তামাকজাত দ্রব্য বর্জনের প্রচারে স্বর্ণপদক প্রাপ্তি বিদ্যালয়ের

Social

নিউজ সোশ্যাল বার্তা: ভারত সরকারের ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের জাতীয় সেবা প্রকল্প বিভাগ এবং সম্বন্ধ হেলথ ফাউন্ডেশন এর উদ্যোগে ভারতের বিভিন্ন রাজ্যে তামাকজাত সেবন এর বিরুদ্ধে প্রচারে সামিল হয়েছে তাদের সদস্যরা ।

এবার বিদ্যালয় স্তরে অসামান্য কাজের জন্য স্বর্ণ পদক প্রাপ্তি হল মুর্শিদাবাদ নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের এন. এস. এস ইউনিটের ।

তামাকজাত দ্রব্য ব্যবহারের কুপ্রভাবের সচেতনতায় দ্রুততার সঙ্গে সুষ্ঠুভাবে কাজ করে চলেছে বিদ্যালয়ের এন এস এস বিভাগ । এমনকি এন. এস. এস ইউনিট সম্বন্ধ হেলথ ফাউন্ডেশনের কাছ থেকে কাজের পারদর্শিতার ভিত্তিতে স্বর্ণ পদক ও রৌপ্য পদক পেয়েছে। তবে কাজের গতির কোনো রকম পরিবর্তন না ঘটিয়ে প্রোগ্রাম অফিসার মাননীয় অমিত কুমার মন্ডল মহাশয়, টোবাকো কন্ট্রোল লিডার ওমর ফারুক ও স্যোসাল মিডিয়া লিডার মুর্শিদ আলম সহ অন্যান্য ছাত্রছাত্রীদের নিয়ে একযোগে কাজ করে চলেছেন।

গতকাল ৮ই ফেব্রুয়ারি বিদ্যালয়ের ডিজিটাল রুমে এন.এস.এস ইউনিট পুনরায় একটি তামাকজাত সচেতনতা শিবিরের আয়োজন করে। ছাত্র-ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে পাওয়ার পয়েন্ট ও ভিডিও সহযোগে ছাত্রছাত্রীদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন প্রোগ্রাম অফিসার মাননীয় অমিত কুমার মন্ডল এবং সহকারী শিক্ষক মাননীয় অভিজিৎ ব্যানার্জী মহাশয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় মৃগাঙ্ক মৌলী বিশ্বাস সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ। ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। এছাড়া এদিন প্রধান শিক্ষক মহাশয় প্রোগ্রাম অফিসার মাননীয় অমিত কুমার মন্ডল মহাশয় টোবাকো কন্ট্রোল লিডার ওমর ফারুক ও স্যোশাল মিডিয়া লিডার মুর্শিদ আলমকে সম্বন্ধ হেলথ ফাউন্ডেশন প্রদত্ত সিলভার মেডেল, গোল্ড মেডেল এবং শংসাপত্র হাতে তুলে দিয়ে সম্বর্ধণা প্রদান করেন, শুভেচ্ছা জ্ঞাপন করেন সকল ছাত্রছাত্রীদের।

প্রোগ্রাম অমিত কুমার মন্ডল মহাশয় পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি কাউন্সিলের এন. এস. এস বিভাগ, আঞ্চলিক এন. এস. এস বিভাগ সহ সম্বন্ধ হেলথ ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও বলেন ওনারই আমাদের এই মহৎ কাজে অংশগ্রহনের সুযোগ করে দিয়েছেন।

বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের শপথ গ্রহণ , বসে আঁকো প্রতিযোগিতা , বাড়িতে বাড়িতে প্রচার, সার্ভে করার মাধ্যম দিয়ে বিদ্যালয় আজ এমন সম্মানে ভূষিত হল ।

Leave a Reply