সিভিল ডিফেন্সের কর্মীদের মাস্ক , স্যানিটাইজার বিতরণে স্বেচ্ছাসেবী সংগঠন

Social

রায়গঞ্জ :বছরভর জরুরী পরিস্থিতি সামাল দিচ্ছেন যাঁরা, সেই সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীদের পাশে এসে দাঁড়ালেন সমাজকর্মীরা।

‘অন্যভুবন’ নামে একটি সমাজকল্যাণমূলক সংস্থার উদ্যোগে রবিবার সিভিল ডিফেন্সের বেশ কয়েকজনের কর্মীর জন্য এন ৯৫ মাস্ক এবং স্যানিটাইজার প্রদান করার পাশাপাশি তাদেরকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এদিন ইসলামপুর বাস টার্মিনাসে একটি ছোট্ট কর্মসূচীর মাধ্যমে সেসব তুলে দেওয়া হয় সিভিল ডিফেন্সের ইসলামপুরের ইনচার্জ অরূপ দের হাতে। তিনি ইসলামপুরে কর্মরত সিভিল ডিফেন্সের অন্যান্য অস্থায়ী কর্মীদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন।

এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মূলক সংস্থার প্রতিষ্ঠাতা সুশান্ত নন্দী, সভাপতি অর্পিতা দত্ত এবং সদস্য তপতী শিকদার ও গৌতমী সাহুরা। সংস্থার সভাপতি জানান, তারা খবর পেয়েছিলেন এই সঙ্কটের মধ্যে কাজ করতে হলেও সিভিল ডিফেন্সের ওই কর্মীদের কাছে নেই স্যানিটাইজার এবং নেই সবচেয়ে প্রয়োজনীয় এন ৯৫ মাস্ক। তাই তারা এগুলো তুলে দিলেন। সিভিল ডিফেন্সের ইসলামপুর এর ইনচার্জ অরূপ দে জানান, সত্যি আমাদের প্রয়োজন ছিল এসব।

Leave a Reply