সোশ্যাল বার্তা: মানবতার আরেক নাম “আমরা কৃষ্ণনগরবাসী” সামাজিক গণমাধ্যম গোষ্ঠী ও তার সদস্যরা। গতকাল রাতে গ্রুপের একজন সদস্য খবর পান নদীয়া জেলার দোগাছি গ্রাম পঞ্চায়েতের তালদিঘি গ্রামের উমা রানী ঘোষ রক্তাল্পতা নিয়ে ভুগছেন। রোগিনীর টিউমার অপারেশনের জন্য একটি বিরল বিভাগের (বি নেগেটিভ) রক্তের প্রয়োজন।
সামাজিক গণমাধ্যম গোষ্ঠীর অন্যতম কর্মকর্তা রাজেশ বাবু ও অনেকেই রক্তের সন্ধান করতে থাকেন। কিন্তু এই কোভিড ১৯ এর ফলে উদ্ভূত পরিস্থিতিতে দুজন পুরুষ রক্তদাতা এড়িয়ে যান। এদিকে দুবার নার্সিং হোমে ভর্তি করিয়েও রক্তের অভাবে ফেরত নিয়ে যাওয়া রোগিনীর পরিবারের উৎকন্ঠা বাড়তে থাকে। আর ঠিক তখনই স্থানীয় তরুণ ধ্রুবজ্যোতির সহযোগিতায় খোঁজ মেলে কৃষ্ণনগরের দেবযানী দত্তের।
যেখানে পুরুষ রক্তদাতারা পিছিয়ে যাচ্ছেন, সেখানে একজন মহিলা হয়েও দেবযানী রাজী হয়ে যান একটি মুমূর্ষুর জীবন রক্ষায়। একদিন হয়তো কোভিড শেষ হয়ে যাবে, সবাই আবার আগের মত অবস্থায় ফিরে যাবে, কিন্তু এই সঙ্কটময় মুহূর্তে “আমরা কৃষ্ণনগরবাসী” সামাজিক গণমাধ্যম গোষ্ঠীর সদস্যদের এই মানবিক প্রতিচ্ছবি ইতিহাস রচনা করবে, আর সেইজন্যই হয়তো রক্ত দিতে এসে গ্রুপের অন্যতম সদস্য শুভঙ্কর ব্যানার্জ্জীকে দেবযানী দত্ত খুব অনায়াসে বলেন ” তিনি তো শুধু তার কর্তব্য পালন করেছেন।”
হ্যাঁ, সকলেই যদি তার কর্তব্যের কথা একটু মাথায় রাখতে পারতেন, তাহলে রক্তসঙ্কট কাটিয়ে ওঠা কোনো বড়ো বিষয় কখনোই হতো না। সোশ্যাল বার্তার পক্ষ থেকে সামাজিক গণমাধ্যম গোষ্ঠী “আমরা কৃষ্ণনগরবাসি” ও দেবযানী দত্ত কে কুর্নিশ ।