পিঠে পুলির গন্ধে সংস্কৃতির ছন্দে” শান্তিপুর ভাসলো আনন্দে

Social

মলয় দে নদীয়া :- নদীয়ায় শান্তিপুরের পাবলিক লাইব্রেরী ময়দানে প্রথমবারের মতো দ্বিতীয়বার শুরু হলো পিঠে পুলি উৎসব। অনুষ্ঠানটি শুরু হয় 21 শে জানুয়ারি মঙ্গলবার। চলে 22 শে জানুয়ারি বুধবার রাত্রি দশটা পর্যন্ত, মূলত এই পিঠে পুলি উৎসবটি শুরু করে শান্তিপুরের বেশ কয়েকজন তরুণ-তরুণী মিলে, তাদের দাবি , প্রিয় শহর শান্তিপুরে আয়োজন করেছে শান্তিপুর পিঠে পুলি উৎসব নামে এক পৃথক অনুষ্ঠানের সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশ্বায়নের কল্যানে যখন দেশীয় সংস্কৃতি নাভিশ্বাস উঠেছে সে অবস্থায় আমরা তরুণের দল আজকে এই পিঠেপুলি, লিটিল ম্যাগাজিন, বই হস্তশিল্প, লোকসংস্কৃতি কে বাঁচাতে তৎপর, তাছাড়াও শান্তিপুরের সংস্কৃতি শিল্প ও শান্তিপুরের পুরনো ইতিহাস কোথায় যেন হারিয়ে যেতে বসেছে তারই উদ্দেশ্যে আজকে শান্তিপুরের বেশকিছু তরুণ-তরুণী পিঠেপুলির মহোৎসবের আয়োজন করেছে। এই অনুষ্ঠান শুধু শান্তিপুরই সারা বাংলার সাধারণ মানুষকে এই অনুষ্ঠানে আসার জন্য আহ্বান করছে উদ্যোক্তারা। এর আগেও শান্তিপুরের বেশকিছু সমাজসেবী সংগঠন ও পরিবেশ কর্মী সদস্যরা মিলে সমাজের বিভিন্ন ধরনের সচেতনতা বার্তার প্রচারে নেমেছে শান্তিপুরের সাধারণ মানুষের স্বার্থে। যেমন গাছ লাগাও প্রাণ বাঁচাও প্লাস্টিক বর্জন ও সরকারি-বেসরকারি সংস্থানগুলি তে গিয়ে সবুজ বাঁচানোর বার্তা, এভাবেই সকল তরুন-তরুনীর অঙ্গীকারেই সমাজের স্বার্থে এগিয়ে চলেছে আগামীদিনের লক্ষ্যে। উদ্যোক্তাদের কথা অনুযায়ী একদিকে বাংলার প্রায় হারিয়ে যাওয়া রীতিনীতি অক্ষুন্ন থাকবে, অন্যদিকে কর্মব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের রসনা তৃপ্তি আনবে, সর্বোপরি, বেশ কিছু কষ্ট করে সংসার চালানো মা বোনেদের মুখে হাসি ফোটাবে এই উৎসব।

Leave a Reply