ক্লাব ধারাবাহিকের উদ্যোগে বিনামূল্যে সব্জীবাজার

Social

প্রীতম ভট্টাচার্য : একদিকে করোনা আবহ ফলে একনাগাড়ে প্রায় দুইমাস চলছে লকডাউন । অন্যদিকে আমফান ঝড় সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে । অনেকের কাজ বন্ধ আবার অনেকের ঘরে খাবার সংস্থান হচ্ছে না। অনেকেই আছেন যারা পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন । নিম্নবিত্তরা ত্রান পেলেও, মধ্যবিত্তরা যারা ছোটোখাটো ব্যাবসা বা লোকের কাছে কাজ করে দিনযাপন করেন তাদেরকে নিয়ে সবাই ভাবছেন এমন নয়।

এলাকার এইসব মানুষদের ত্রাতা হয়ে দাঁড়ালো এলাকার কিছু যুবকই। তাদের ক্লাবের উদ্যোগে এই মধ্যবিত্ত দিনআনা দিনখাওয়া মানুষদের হাতে সব্জী তুলে দিল নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের সুপরিচিত ক্লাব ধারাবাহিক।

মোট ১২ রকমের কাঁচা সব্জী তারা এলাকার ৫০০জন মানুষের হাতে তুলে দেন। ক্লাবের অন্যতম একজন উদ্যোক্তা বলেন আমরা এলাকায় নিম্নবিত্তদের দিয়েছি, কিন্তু এইসব খেটে খাওয়া মধ্যবিত্তরা ঠিকমত ত্রান পাচ্ছেনা, তাই আমরা এলাকার ৫০০ পরিবারের হাতে ক্লাবের পক্ষথেকে কিছু কাঁচা সব্জী তুলে দিলাম।”

এই মহৎ কাজে সদস্যদের পাশাপাশি শহরের কিছু বিশিষ্ট ব্যক্তিও  উপস্থিত ছিলেন।

Leave a Reply