নদীয়ায় মূল্যবান জিনিসপত্র ফেলে চোরেদের পছন্দ বই

Social

মলয় দে নদীয়া :- মূল্যবান জিনিসপত্র ফেলে চোরেদের পছন্দ বই । নদীয়া জেলার শান্তিপুর হিন্দু উচ্চ বিদ্যালয় এর প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা মধুমিতা সেন গোস্বামী আজ সকালে বিদ্যালয় খোলার সময় লক্ষ্য করেন অফিস ঘর শ্রেণিকক্ষ এবং দোতলায় যাওয়ার দরজার বেশ কয়েকটি তালা ভাঙ্গা। প্রথমেই তিনি শান্তিপুর থানায় বিষয়টি অবহিত করেন, শান্তিপুর থানা থেকে পুলিশ এসে খতিয়ে দেখেন।

এই বিষয়ে প্রধান শিক্ষিকা জানান, মিড ডে মিলের বাসনপত্র, দুই শতাধিক বই, এবং বিদ্যালয়ের গচ্ছিত আনুমানিক ২ হাজার টাকা চুরি যায়। এখনো পর্যন্ত সমস্ত কিছু দেখে উঠতে না পারলেও তিনি আন্দাজ করছেন অনেক মূল্যবান তথ্য , রেজিস্টার খাতা খোয়া যেতে পারে।

তবে আগত পুলিশদের কাছে আশেপাশের সিসিটিভি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন প্রধান শিক্ষিকা। বিষয়টি অবর বিদ্যালয় পরিদর্শকের কাছেও জানানো হয়েছে। তবে বেশ কিছু মূল্যবান দ্রব্য থাকলেও চোরেদের বইয়ের প্রতি এত আগ্রহ কেন, তা নিয়ে ধ্বন্দে রয়েছেন শিক্ষক শিক্ষিকাগন। খুদে পড়ুয়ারা এর মধ্যে ক্লাস করছেন আজকেও। পান্ডব গোয়েন্দা পড়েই হয়তো , চোরেদের গতি প্রকৃতি সম্পর্কে আগত পুলিশ দের তাদের অনুমানের কথা জানাচ্ছে তারাও।

Leave a Reply