কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে অভিনব উদ্যোগ হোয়াইট ঈগলস এর

Social

সোশ্যাল বার্তা : একদিকে করোনার মতন মহামারীর আক্রমণ , অন্য দিকে সুপার সাইক্লোন আমফান। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ এক জটিল সমস্যার সম্মুখীন । মানুষ আজ নিঃস্ব থেকেও নিঃস্ব হয়ে পড়ছে। অনেক মানুষই তাদের নিজের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন ।

কৃষ্ণনগর এর মৃৎ শিল্পীদের কাজ সারা পৃথিবীজুড়ে সমাদৃত । সামনে দুর্গাপূজা আসন্ন নুতন করে কোনো বায়না নেই বরং যে বায়না গুলি আগে থেকে ধরা ছিল সেগুলো ফেরত দিতে বাধ্য হয়েছেন মৃৎশিল্পীরা । বতর্মানে এই শিল্পী পরিবারগুলির দিন কাটছে অন্ধকারের ।

এই সমস্ত মৃৎশিল্পীদের সহযোগিতায় এগিয়ে এলো নদীয়া জেলার কৃষ্ণনগরে স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট ঈগলস ।  রবিবার কৃষ্ণনগরে মোট ৭০ টি মৃৎ শিল্পী পরিবারের হাতে তুলে দেওয়া হলো বেশ কিছুদিনের রেশন সামগ্রী সাথে মাস্ক।

সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে সংগঠনের পক্ষ থেকে মোট তিনটি পাড়া ঘূর্ণি পুতুল পট্টি মোড়, দাস পাড়া, রথ তলা পাল পাড়া ভাগ হয়ে এবং সার্ভে মোতাবেক পরিবারের একজন সদস্যদের হাতে সেই রেশন সামগ্রী তুলে দেওয়া হয়।

এই প্রসঙ্গে হোয়াইট ঈগলস এর অন্যতম সদস্য শমীক গুপ্ত বলেন “এই লকডাউনে বর্তমান অর্থনীতিতে ধস নেমেছে প্রত্যেকটি ক্ষেত্রেই, শিল্পই হোক বা কৃষিতে। এমন পরিস্থিতিতে আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি কে বাঁচিয়ে রাখার দায়িত্বটাও আমাদের মতন কৃষ্ণনগরবাসীর। আর সেই দিক থেকে আমাদের এক ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র ।”

Leave a Reply