সোশ্যাল বার্তা : করোনা সংক্রমণ ঠেকাতে সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন । লক ডাউনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষ । পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন । এই সমস্ত প্রান্তিক মানুষদের সাহায্যে এগিয়ে এল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর লাউদহ বিবেকানন্দ আঞ্চলিক এস টি বিদ্যাপীঠ।
শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দের আর্থিক সহযোগিতায় এবং সহ শিক্ষক ও পরিচালনা কমিটির প্রত্যক্ষ উপস্থিতিতে; সামাজিক দূরত্ব বিধি মেনে গত ১৩ই মে এলাকার প্রায় ২০০ জন দুঃস্থ মানুষদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সৌমেন পাত্র ও সহ শিক্ষক গৌতম পাল বাবু জানান, সাধারণ মানুষ আজ বড় অসহায় । অনেকেই বলতে পারেন না কিন্তু আমাদের কাছে তারা প্রত্যাশা করেন তাই খাদ্য সামগ্রীর মধ্যে আলু, পেঁয়াজ, সরিষার তেল, ডাল ও সোয়াবিন প্যাকেট দু:স্থদের মধ্যে বিতরণ করা হল।
এর আগেও ও এই বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হয় ২৬৪ জন অভিভাবকের হাতে মাস্ক , বিস্কুটের প্যাকেট ও সাবান বিতরণ করা হয়েছিল।
বিদ্যালয়ের এই ভূমিকায় খুশি স্থানীয় জনসাধারণ । স্থানীয় একজন অভিভাবক জানান “ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের পাশাপাশি আমাদের সুখ দুঃখের সাথী শিক্ষক শিক্ষিকার । সাহায্য পেয়ে আমি ভীষণ ভাবে উপকৃত “।