মলয় দে নদীয়া:- পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে ধারাবাহিকভাবে নদীয়া জেলার বিভিন্ন গ্রাম এবং শহরের
বর্তমানে করোনা পরিস্থিতির শিকার হওয়া দু:স্থ এবং প্রতিবন্ধী মানুষের মধ্যে সরকারি নির্দেশিকা মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয় ।
আজ সকাল ১০ টা থেকে ত্রাণ বিতরণ করা হয় আরবান্দি পঞ্চায়েতের চাদরা গ্রামে এবং পরবর্তী পর্যায়ে ত্রাণ বিতরণ করা হয় শান্তিপুর শহরের শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল থেকে।
সর্বমোট এই দুই জায়গা থেকে ৭০০ জন মানুষ কে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় । এই মহতী কাজে উপস্থিত ছিলেন নদীয়া জেলার তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অনুপ ভদ্র , এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক দিলীপ সিংহ , সংগঠনের জেলা কমিটি সদস্য অনিরুদ্ধ সাহা , শান্তিপুর ব্লকের সংগঠনের সভাপতি সঞ্জীব পোদ্দার সহ মূল দল ও শাখা সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য এর আগেও সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষকদের সংগৃহীত অর্থ তুলে দেওয়া হয় প্রান্তিক মানুষদের সহযোগিতার জন্য।