মলয় দে নদীয়া :- ভোটের প্রথম ট্রেনিং করা সত্ত্বেও নদীয়া জেলার বহু সংখ্যক ভোট কর্মী শোকজ লেটার পেয়েছেন। তাদেরকে জানানো হয়েছে যে দুদিনের মধ্যে যথাযথ উত্তর দিতে হবে। শোকজ লেটারের বক্তব্য, তারা নাকি ট্রেনিং অ্যাটেন্ড করেননি এজন্য তাদেরকে একটা মপ-আপ ট্রেনিংয়েও যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংগ্রামী যৌথমঞ্চ নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে এর বিরুদ্ধে তীব্র
প্রতিবাদ জানিয়ে গতকাল ২৩ তারিখ জেলার বিভিন্ন বিডিও অফিসগুলোতে এই শোকজ লেটারের উত্তর জমা দেয়। চাকদহ বিডিও অফিসে দুপুর বারোটা নাগাদ এক অভিযোগ পত্র জমা দেন সংগ্রামী যৌথ মঞ্চের নদীয়া জেলা কমিটির সদস্য সুশোভন মুখার্জি সহ বেশ কয়েকজন।
এ বিষয়ে তিনি জানান,আমরা ট্রেনিং ভেনুতে গিয়ে অ্যাটেন্ডেন্স সিটে সই করেছি, ট্রেনিং অ্যাটেন্ড করেছি, তারপরেও PP Cell এর গাফিলতির জন্য আমাদের কর্মক্ষেত্র থেকে একদিন ছুটি নিয়ে বিডি অফিসে যেতে হবে। আমাদেরকে এইভাবে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনের কারণ জানতে চেয়েছেন ওই অভিযোগ পত্রে।
তাদের আরও দাবি অবিলম্বে এই ঘটনার জন্য তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনার চিঠি দেওয়া দরকার প্রত্যেককে। নদীয়া জেলা
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকেও বেশ কিছু সরকারি কর্মীরা আজ তাদের সাথে মিলিত হয়ে এই অভিযোগ পত্র জমা দেন। তবে অভিযোগ পত্র জমা নিলেও এ বিষয়ে বিডিও কিছু জানাননি।