সোশ্যাল বার্তা : কল্পতরু উৎসব পালিত হল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মহম্মদপুরে। ইলাশপুরের গৌতম গুচ্ছাইত নামে এক ব্যক্তি নিজের সাধ্য মতো মানুষের জন্য দীর্ঘ কয়েক বছর ধরে সহযোগীতার হাত বাড়িয়ে চলেছেন। দুঃস্থ মানুষদের বস্ত্র ও শীত কম্বল দান করেন প্রতিবছর। এমনকি প্রত্যেকের খাওয়ারও ব্যবস্থা করেন।
২০২০ র শেষ ৩১ ডিসেম্বর থেকে ২ রা জানুয়ারি ২০২১ তিন দিন ধরে সমাজসেবা মূলক কাজ করে চলেছেন। কল্পতরু উৎসব উপলক্ষ্যে পূজা, হোম প্রসাদ বিতরণ দিয়ে শুরু করে চক্ষু পরীক্ষা ও ছানি পরীক্ষা শিবির করেন। যেখানে বহু মানুষ এই শিবিরে অংশ নেয়। যেখানে হলদিয়ার চৈতন্যপুরের বিবেকানন্দ নেত্র নিরাময় নিকেতনের চিকিৎসকরা চক্ষু পরীক্ষা ও সুগার, ই সি জি, পরীক্ষা করেন।
পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের তাঁর নিজের তৈরি নানান বিষয়ের সাজেশন তৈরি করে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন।
তবে সম্পূর্ণ অনুষ্ঠানটি তিনি তাঁর মা সুভদ্রা দেবির নামে সুভদ্রা সেবা প্রকল্পের মাধ্যমে ‘সারদামঙ্গল’ নামে অনুষ্ঠানটির নামকরণ করেন।