কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান এর সাথে, বাধা হলো মাস্ক

Social

মলয় দে, নদীয়া :-আত্মার সঙ্গে মিল থাকলে তবে হয় আত্মীয়, রবীন্দ্রনাথ আমাদের রক্তে , মননে সম্পর্কে । তাই তাঁর মৃত্যু শুধুমাত্র শরীরের অনুপস্থিতি, বেঁচে আছেন আমাদের মাঝে বংশপরম্পরায় এমনটাই মনে করেন নদীয়া জেলার রানাঘাট ২নং ব্লকের হালালপুর গ্রামের নব জীবন মিলন সম্মিলনী ক্লাব। ১৯৫২ সাল থেকে নিয়মিত ফুটবল ক্রিকেট ভলিবল পারদর্শী। বছরে একবার নিজস্ব মাঠে এথলেটিক স্পোর্টস হয় নিয়মিত। দুর্গাপূজা ,রথ এবং হরিনাম সংকীর্তনে জেলার মধ্যে অন্যতম।

ক্লাব প্রতিষ্ঠার সময় থেকে বংশপরম্পরায় পালিত হয়ে আসছে আজকের দিনটি। কিন্তু লকডাউনের জেরে নিস্তব্ধ হয়েছে সবটাই। তবুও ক্লাব সভাপতি নিমাই বাবু সহ-সম্পাদক সন্ত হালদার ও অন্যান্য সদস্যরা ক্লাবে ঢোকার প্রবেশ পথের একদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস অন্যদিকে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের সাথে পড়ালেন মাস্কও।

এলাকার কচিকাঁচারা নিজের ঘরে গৃহবন্দী থেকেই তাদের প্রিয় কবি গুরুকে স্মরণ করলেন তাদের নিজের মতন করে।

Leave a Reply