দরিদ্র প্রান্তিকদের পাশে দাড়ালো অগ্রদূত

Social

রমিত সরকার, কৃষ্ণনগর : করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশজুড়ে চলছে লকডাউন । লক ডাউনে  সাধারণ প্রান্তিক মানুষের সাহায্যে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠন । আজ নদীয়া জেলার কৃষ্ণনগরের দরিদ্র প্রান্তিক মানুষের মধ্যে খাবার তুলেদিল শহরের অগ্ৰদুত নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন ।

আজ ৮ই মে রবীন্দ্রজয়ন্তীর শুভদিনে তারা শহরের দরিদ্র প্রান্তিক ৬০ টি পরিবারের কাছে পৌছে দেয় চাল, মুসুর ডাল,মুড়ি , সোয়াবিন, তেল ,আলু ও সাবান। সকাল থেকেই এই কর্মসুচিতে ব্রতী হন। তাদের সংগঠনের সদস্যরা প্রায় প্রতেকেই শিক্ষার্থী সুতরাং তারা তাদের অল্প সঞ্চয় ও কিছু মানুষের অর্থিক সাহায্যর মাধ্যমে এই সমাজসেবা সুষ্ঠভাবে করে চলেছে।

তাদের সংগঠনের এক সদস্য জানান যে “আমারা এই কাজটি করার জন্য বহুদিন ধরে পরিকল্পনা নিচ্ছিলাম। শেষ পর্যন্ত আজ এই কাজটি সম্পন্ন করলাম ।ভবিষ্যতেও আমরা চেষ্টা করব এই ভাবেই দরিদ্রদের পাশে দাঁড়ানোর। সকল দাতাদের অশেষ ধন্যবাদ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান তিনি এই খাদ্য সামগ্রী পেয়ে খুবই উপকৃত ।

Leave a Reply