টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে জখম তিন টোটোর যাত্রী

Social

দেবু সিংহ,মালদা: টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে জখম তিন টোটোর যাত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার রাত নটা নাগাদ রতুয়া থানার ভালুকা রেলস্টেশন সংলগ্ন এলাকায়। জানা যায় আহতরা হলেন অর্তি দেব বয়স ৫ ,তাপস কর্মকার বয়স ২১ ও অনুপ দেব বয়স ১১। তাদের বাড়ি সংশ্লিষ্ট থানার বালুপুর এলাকায়। জানাজায় এদিন রাতে এক আত্মীয়র বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে টোটো করে বাড়ি আসার পথে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা। তাতে আহত হয় টোটো তে থাকা তিন যাত্রী।

স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় রতুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনের অবস্থা সংকট জনক হওয়ায় চিকিৎসক এদিন রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে তিন জনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

Leave a Reply