রং তুলিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে চারুকলা সোসাইটি

Social

নিউজ সোশ্যাল বার্তা : অভিনব ভাবে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন করল নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের কৃষ্ণনগর চারুকলা সোসাসাইটির সদস্যরা।

১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী বাংলাদেশে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন গড়ে উঠে। ঢাকার রাজপথে আন্দোলনরত তরতাজা ছাত্রদের উপরে গুলিবর্ষণে শহীদ হন বাংলার দামাল ছেলেরা । দিনটি ভাষা শহীদ দিবস নামেও খ্যাত । তাদের স্মরণ করে রঙতুলিতে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞলী জানালো সোসাইটি’র এর সদস্যরা । ২০১০ সালে ২‍১ ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে ।

ভাষার অলংকরন ছিলো ছবির প্রধান বিষয়।কৃষ্ণনগর শহরের পোষ্ট অফিস মোড়ে এক খোলামেলা জায়গায় প্রদর্শণীর আয়োজন করা হয় সংগঠনের তরফ থেকে। একসঙ্গে এত ছবির প্রদর্শনী মাতৃভাষা দিবসে শহরে এই প্রথম। শহরের প্রাণকেন্দ্রে এরকম এক নান্দনিক প্রদর্শনী মাতৃভাষা দিবস উদযাপন আগামী প্রজন্মের কাছে বেশ দৃষ্টিনন্দন হয়ে ওঠে। পথচলতি মানুষের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।

বড় ক্যানভাসে ছবি, ছোট ছোট ছবি এঁকে পশ্চিমবঙ্গের মানচিত্র অঙ্কন, এছাড়া অক্ষর অলংকরন করে এক নান্দনিক প্রদর্শণীর আয়োজন করা হয় ফুটপাথের রেলিং এ।শহরের পথ ও রাস্তার ধার কিছুক্ষনের জন্য শৈল্পিক রুপকল্পে সেজে ওঠে চারুকলার সদস্যদের তুলিতে।

চারুকলা সোসাইটির অন্যতম প্রীতম ভট্টাচার্য বলেন “বাংলা ভাষাকে রক্ষার জন্য রফিক, বরকত, সালাম, জব্বার সহ শত শত বাঙালি লড়াই করে গেছেন ব্রিটিশ শক্তির বিরুদ্ধে ও আত্মত্যাগ করেছেন । তাদের এই আত্ম বলিদান কে স্মরণ করেই চারুকলা সোসাইটির এই ক্ষুদ্র প্রয়াস “।

Leave a Reply