গাছের পাতায়, সাদা রেখা নিয়ে নানা গুজবের পেছনের বিজ্ঞানসম্মত কারণ

Social

মলয়,দে নদীয়া :-অবশেষে হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ায় নানা গুজবের নিষ্পত্তি করলো বিজ্ঞান।এক ধরনের সাদা মাছির আক্রমণে নারকেল গাছের পাতা সাদা হয়ে যাচ্ছে। এমনকি নারকেল বা ডাবের রং-ও সাদা হয়ে যাচ্ছে। পরে যদিও তা হয়ে যাচ্ছে কালো। নদিয়া জেলায় গত দু’ থেকে তিন দিন ধরে বিভিন্ন ব্লক থেকে এরকম খবর পেয়েছেন জেলা কৃষি দপ্তরের কর্তারা। জেলা কৃষিদপ্তরের কর্তাদের মতে, এটি একটি মাছির কাজ। যার পোশাকি নাম, রিউগস স্পাইরালিং হোয়াইটফ্লাই।

বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের বিজ্ঞানীরাও এই কাজ ওই মাছিরই বলে নিশ্চিত করেছেন। ইতিমধ্যে এবিষয়ে সমস্ত ব্লক কৃষি আধিকারিককে সচেতন করা হয়েছে। এনিয়ে যুদ্ধকালীন তৎপরতায় ঝাঁপাতে চলেছেন কৃষিকর্তারা। জানা গিয়েছে, ইতিমধ্যে চাপড়া, ভীমপুর, কল্যাণী, নবদ্বীপ, চাকদহের মতো একাধিক জায়গায় গাছের পাতা সাদা হয়ে যাওয়ার ঘটনা চোখে পড়েছে। জেলা কৃষিদপ্তরের উপ কৃষি অধিকর্তা (প্রশাসন) রঞ্জন রায়চৌধুরী বলেন, এটি একধরনের ছোট মাছি। এর আক্রমণে গাছের পাতা এমনকী ফলও সাদা হয়ে যায়। পরে গাছটি মরে যায়। এই মাছির প্রথম আক্রমণ নারকেল গাছে হলেও ধীরে ধীরে অন্যান্য ফল গাছেও তা ছড়িয়ে পড়ে। এরা দ্রুত বংশবিস্তার করে ৷

জানা গিয়েছে, ২০০৪ সালে এই মাছির আক্রমণ মূলত মধ্য আমেরিকার শহরগুলিতে দেখা যায়। ভারতে প্রথম এই মাছির আক্রমণ হয় ২০১৬ সালে । রাজ্যে প্রথম এই মাছির আক্রমণের কথা শোনা যায় পূর্ব মেদিনীপুরে। প্রথম থেকেই ব্যবস্থা নিলে এই মাছির প্রকোপ ভয়াবহ আকার নিতে পারবে না ৷ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞানী দীপক ঘোষ বলেন, নদীয়ায় নারকেল গাছ, পটল সহ আরও কিছু গাছে এর প্রভাব পড়েছে। সাধারণ সাদা মাছির থেকে এটা একেবারেই আলাদা। প্রথমে গাছের পাতা সাদা দেখালেও পরে পাতা পুরো কালো হয়ে যাবে। সালোকসংশ্লেষ হচ্ছে না। ধীরে ধীরে গাছ শুকিয়ে যাচ্ছে। আমরা ভারতের অনেক বিজ্ঞানীর সঙ্গে আলোচনা করেছি। এর কেমিক্যাল কন্ট্রোল নেই। বায়ো কন্ট্রোল রয়েছে। সেই নিয়ে আমাদের কাজ চলছে। এটা নিয়ে সতর্ক থাকতে হবে। না হলে কিন্তু ভবিষ্যতে বড় আকার ধারণ করবে।

উল্লেখ্য, গত বছর পূর্ব মেদিনীপুর জেলায় এক ধরনের মাছির উপদ্রব দেখা দিয়েছিল। তাতে বহু নারকেল গাছ মারা গিয়েছিল।

Leave a Reply