মলয় দে, নদীয়া:- আজ ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে একটু ভিন্ন মাত্রায় নদীয়ার কৃষ্ণনগর পুলিশ জেলা রান্না করা খাবার প্রদান করলেন ।
লকডাউনে ঘরবন্দি হয়ে পড়ায় কর্মহীন হয়ে সমস্যায় সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষজন। আর এমনই মানুষদের কথা ভেবে এবার তাদের মধ্যে রান্না করা খাদ্য সামগ্রী বিলির উদ্যোগ নিলেন কৃষ্ণনগর জেলা পুলিশ প্রশাসন।
আজ সকালে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াই তারই উদ্যোগে কৃষ্ণনগরের সতীশ নগর এলাকার প্রায় ১৫০ জন দুঃস্থ মানুষদের মধ্যে আজ রান্না করা খাবার বিতরন করেন । ছিল ভাত ডাল সোয়াবিন ডিম এবং দুধ ছোট থেকে বড় সকলের হাতেই তুলে দিলেন এই খাদ্য সামগ্রী.পুলিশ প্রশাসনের উদ্যোগে খুশি সাধারণ মানুষ.।