ফসল ঘরে উঠলেও, শান্তিতে নেই চাষীরা

Social

মলয় দে নদীয়া:-অন্য বছর বৈশাখের প্রথমেই চাষী ভাইদের গলায় উঠে সোনার ফসল, পরিবারের সমস্ত চাওয়া পাওয়া, ধারদেনা সবটা ছাপিয়ে পরিবারে চলে খুশির বন্যা। এবছরের চলার কথা ছিল তাই! কিন্তু রুষ্ট প্রকৃতি একদিকে শিলাবৃষ্টি অন্যদিকে কৃষি শ্রমিক গৃহবন্দী হাওয়ায় অনেকটাই অসুবিধার সম্মুখীন হয়েছেন চাষিরা। শিলাবৃষ্টি ফলে ধান গাছের গোছ নষ্ট হওয়ায় ধান কাটতে অসুবিধায় পড়েছেন কৃষকরা, ধান ঝরে জমির মাটিতে পড়েছে বেশ পরিমাণে। আবার ধানের থেকে চিটাধানের পরিমাণ বেশি, ধান বা খড় দুয়েরই চকচকে সোনালী রং এর বদলে কালচে রং বিক্রির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

সার বা ওষুধের ক্ষেত্রে খুব একটা অসুবিধা না হলেও ধান কাটার সময় পর্যাপ্ত শ্রমিকের অভাব বোধ করছেন কৃষকরা। সরকারি বাধা-নিষেধ না থাকলেও অন্যদিকে কৃষি কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের অবস্থা আরো খারাপ, ইলেকট্রিক বিল, সংসার খরচ, কোনটাই থেমে নেই লকডাউনে। বোরো ধান মাঘ মাসের প্রথমে বপন করা হয়, ধান কাটা হয় বৈশাখের প্রথমেই কিন্তু এবছর বেশ খানিকটা দেরি হয়েছে ধান পাকতে। ধানের পুষ্পমঞ্জরি ফোলার সময় পর্যাপ্ত গরম না থাকায় চালের আকারগত পরিবর্তন হয়েছে অনেকটা।

Leave a Reply