নদীয়ার কিছু যুবকের , রাজ্যে ফেরার করুন আর্জি সরকারের কাছে

Social

মলয় দে নদীয়া :-গোটা দেশ ও রাজ্য জুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। লকডাউন এর জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন পরিযায়ী  শ্রমিক আটকে বিভিন্ন রাজ্যে।

নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকা চাপরা বিধানসভার ৩০ জন কর্মরত শ্রমিক দীর্ঘদিন মহারাষ্ট্রের পুনেতে আটকে থাকার ফলে খাবার না পাওয়াতে কাল রাত থেকে রওনা দেয় নাসিকের পথে আজ নাসিকের হাইওয়ের উপরে দাঁড়িয়ে রাজ্যের প্রশাসনিক কর্তাদের কাছে করুন আবেদন তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনার জন্য।

লকডাউন এর আগের মুহূর্তে বিদেশ থেকে একাধিক প্লেনে বিনা ভাড়ায় ফিরেছেন সমাজে প্রতিষ্ঠিত ছেলে মেয়ে। আর আমরা পেটের দায়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছি বলে মিলবে না কোনো সরকারি সুযোগ-সুবিধা ! এমনটাই অভিযোগ করে জানান ৩০ জন যুবকের এক প্রতিনিধিদল।

এদিকে তাদের পরিবারবর্গ রাজনৈতিক কর্তাব্যক্তি, জনপ্রতিনিধি এমনকি প্রশাসনিক সাহায্য জন্য ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক।

Leave a Reply