মলয় দে নদীয়া:-ভাগীরথী তীরবর্তী নদীয়া জেলার শুরু অতীব প্রাচীন ধর্মীয় আবেগ জড়িত এই অঞ্চলের নাম নৃসিংহপুর। সারাবছরই বিভিন্ন আশ্রম, সাধু বৈষ্ণবদের আখড়া এই অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃথিবী বিখ্যাত মৃত্তিকা নির্মিত ৫২ হাত কালী। ভক্তদের সহযোগিতায় সারা বছর বিভিন্ন বড় বড় অনুষ্ঠান হয়ে থাকে এখানে। আর সেই ভক্তরা যখন বিপদে! কালিমার পরিচালন কমিটি কিভাবে থাকতে পারে পাশে না থেকে?
গতকাল তরুছায়া তলে মায়ের বেদির সামনে ২২০ জনকে এক সপ্তাহের বিভিন্ন খাদ্যদ্রব্য তুলে দেওয়া হলো।
পারস্পরিক দূরত্ব সম্পূর্ণভাবে বজায় রেখে, দুই হাত স্যানিটাইজ করে ভক্তবৃন্দরা গ্রহণ করল সহযোগিতা।
মায়ের ভক্ত সকলেই সমান, তাই এ বিষয়ে তাদের নাম প্রকাশ, বা নির্দিষ্ট ছবি প্রকাশে আপত্তি জানিয়েছেন তারা। তবে পুরো বিষয়টি উপস্থাপিত করতে সম্মতি জ্ঞাপন করেছেন। আগামীতেও তারা এভাবেই পাশে থাকতে চান ভক্তবৃন্দের।