“ইচ্ছে পরিবারের” ইচ্ছাতে ইটভাটার শিশুদের মুখে ফুটল হাঁসি

Social

মলয় দে নদীয়া:-শুভজিৎ,শুভঙ্কর ,প্রসেনজিৎ, পার্থ, বংশী, প্রতীমদের মতো বেশ কিছু কলেজ পড়ুয়া নিজেদের ইচ্ছামতো মানুষের পাশে থাকার স্বপ্ন নিয়ে গড়েছিল “ইচ্ছে পরিবার”।

সারাবছর বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকা যুবকরা করোনা পরিস্থিতিতে বিশেষ দায়িত্ব নিয়েছে ইঁটভাটার শ্রমিক দের শিশুদের খাদ্য, এবং পথের সারমেয়দের খাবার তৈরীর রান্নাসহ সমস্ত কাজ নিজেরাই করে নিয়মিত।

আজ গুপ্তিপাড়া অঞ্চলের একটি ইটভাটায় প্রায় ২০০ শিশুদের খিচুড়ি পরিবেশন করা হয়।

Leave a Reply