টিজিটি স্কেল আদায়ের দাবিতে জেলা থেকে কলকাতার শহীদ মিনারের উদ্দেশ্যে বিজিটিএ’র সদস্যরা

Social

নিউজ সোশ্যাল বার্তা,২রা নভেম্বর,২০১৯: টিজিটি স্কেল , ক্যারিয়ার এডভান্সমেন্ট স্কিম সহ বিভিন্ন দাবিতে আগামীকাল ৩রা নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ধর্না বিক্ষোভের ডাক দিয়েছে বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন বা বিজিটিএ । এই উপলক্ষ্যে বিভিন্ন জেলা থেকে ট্রেন্ড গ্রাজুয়েট শিক্ষকগণ রওনা দিয়েছেন কলকাতার শহীদ মিনারের উদ্দেশ্যে ।

আবার অনেকে আজই পৌঁছে গেছেন । বিজিটিএ’র যুগ্ম কোষাধক্ষ্য শ্রী স্বপন কুমার মন্ডল বলেন- “এই আন্দোলনে অংশ নিতে উত্তরবঙ্গের কোচবিহার থেকে সাগর অবধি তৎসহ জঙ্গলমহলের শিক্ষক-শিক্ষিকাগণ হাজির হচ্ছেন কলকাতার শহীদ মিনারের পাদদেশে ।দূর থেকে যে সমস্ত শিক্ষক- শিক্ষিকা বৃন্দ আসছেন তাদের থাকার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে এই অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে”। বিজিটিএ মুখপাত্র শ্রী সৌরেন ভট্টাচার্য বলেন, ” আমরা গ্র‍্যাজুয়েট টিচার রা দীর্ঘ দু দশক ধরে ভীষণ ভাবে বঞ্চিত। আমার বিশ্বাস এই ধর্না সমাবেশে ই মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের দাবী কে পুর্ণ মর্যাদা দিয়ে আমাদের কে ট্রেন্ড গ্র‍্যাজুয়েট টিচারের মর্যাদা দিয়ে আমাদের জন্য নির্ধারিত পে স্কেল দেওয়ার ব্যবস্থা করবেন! আমরা কারুর বিরুদ্ধে লড়ছি না লড়ছি টিজিটি স্কেলের দাবীতে।”

Facebook Page: News Social Barta 24×7