রেলে কাটা যুবকের দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য

Social

দেবু সিংহ ,মালদা ঃ রেলে কাটা যুবকের দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা ইংরেজ বাজারের মালঞ্চ পল্লী এলাকায় । জানা গিয়েছে, সোমবার সকালে কিছু মানুষ রেললাইন পার হতে গিয়ে তারা দেখতে পান, পা কাটা অবস্থায় রেললাইনে মৃতদেহ পড়ে রয়েছে। বিষয়টি জানাজানি হতেই শোরগোল ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় রেল পুলিশ কে।স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম বাবু দাস বয়স ৩২। বাড়ি মালদা শহরের ২ নম্বর কলোনি এলাকায় । পেশায় গাড়ি চালক ছিলেন তিনি । কি কারনে মৃত্যু তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাসিন্দাদের কয়েকজন জানান, আমরা সকালে দেখি পা কাটা অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে রেল লাইনে। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply