দেবু সিংহ,মালদা: বর্ষার মরসুমে নিকাশি নালারর উপর জবর দখল উচ্ছেদের নির্দেশ দিল ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
সোমবার সকাল এগারোটা নাগাদ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন পুরো বাজারে অভিযান চালানো হয় পৌরসভার পক্ষ থেকে।
হাই ড্রেনের উপর রয়েছে জবরদখলকারী দের হোটেল ও দোকান। এদিন এলাকা পরিদর্শনের পর ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, জবরদখল করে নিকাশি নালা বন্ধ রাখা যাবে না। দুই দিনের মধ্যে ব্যবস্থা নিতে চলেছে পৌরসভা। এদিন জবরদখলকারীদের উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
না উঠলে ব্যবস্থা নিেবে পৌরসভা কর্তৃপক্ষ।
এদিন দেখা যায় হাইড্রেন জমে রয়েছে জঞ্জাল। প্লাস্টিকের বোতল, গ্লাস, ক্যারি ব্যাগ ভরে রয়েছে নর্দমায়। বর্ষার মরসুমে নিকাশি নালা পরিষ্কার রাখার জন্য বিশেষ অভিযান শুরু করেছে ইংরেজবাজার পৌরসভা। এদিন পুরসভার উদ্যোগে অভিযান চালানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন পুরো বাজার এলাকায়।