রমিত সরকার ,কৃষ্ণনগর : করোনার ভয়াল আক্রমণে সারা বিশ্বজুড়ে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে । ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গে বর্তমানে চলছে আর এই সময়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিন আনা দিন খাওয়া প্রান্তিক সমাজের মানুষেরা । লকডাউনে বহু মানুষের খাবারে সংকটে ভুগছেন।
গত বৃহস্পতিবার থেকে নদীয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার ১৫ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে রায়পাড়া মালিপাড়ায় শুরু হয় প্রান্তিকদের মুখে খাবার তুলে দেওয়ার প্রক্রিয়া । আজ কৃষ্ণনগরের ১৫ নং ওয়ার্ডের কমিউনিটি কিচেনের তৃতীয় দিন । বিগত দুই দিন তারা ওয়ার্ডের প্রান্তিক মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন ।
এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ দাস । এই দুই দিনে প্রায় প্রতিদিনই ৮০০ থেকে ৯০০ মানুষের দুপুরের খবার খেতে পারছেন ।
ওয়ার্ডের বহু খেটে খাওয়া প্রান্তিক , দরিদ্র মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছে । নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানালেন “আমাদের পরিবার ঠিক রংয়ের কাজ করে সংসার চলত বর্তমানে কাজ বন্ধ । যা ছিল তা দিয়ে কোন রকমে চলছিল এখান থেকে খাবার পেয়ে আমরা খুবই উপকৃত “।