মলয় দে নদীয়া:- মুর্শিদাবাদ জেলার বেলডাঙা কলেজের ইতিহাসের অধ্যাপক এবং জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) বিভাগের প্রোগ্রাম অফিসার সুমিত ঘোষ, সাইকেলে চেপেই বেড়িয়ে পড়েছেন করোনা সচেতনতার প্রচারাভিযানে। নদীয়ার শান্তিপুরের সূত্রাগড়ের বাসিন্দা সুমিতবাবু সাইকেলে চেপে কাগজের পোস্টার তৈরী করে তাঁর এক ছাত্রকে সাথে নিয়ে ঘুরছেন বিভিন্ন জায়গায়। সাথে রেখেছেন বিস্কুট, ক্ষুধার্থ মানুষ দেখলেই তাদের দিকে এগিয়ে দিচ্ছেন বিস্কুটের প্যাকেট। কখনো বা প্রচার, আবার কখনো শুকনো খাবার নিয়ে পৌঁছে যাচ্ছেন অসহায় মানুষদের পাশে।
আজ একইভাবে গুপ্তিপাড়া ঘাট সংলগ্ন একটি ইটভাটায় গিয়ে তাদের সচেতনতার সাথে ছোট ছোট বাচ্চাদের বিস্কুটের প্যাকেট দিতে দেখা গেল। আগামী দিনে তার ইচ্ছা অনুযায়ী প্রান্তিকের মধ্যে দুধের প্যাকেট দেওয়ার আশ্বাস দেন অধ্যাপক সুমিত ঘোষ। এছাড়াও কমিউনিটি কিচেন সেন্টার করে দুঃস্থ মানুষদের খাবার উদ্যোগ ও নিয়েছেন সুমিতবাবু ৷