রানাঘাট পৌরসভার উদ্যোগে চালু করা শ্মশান অ্যাপস বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে লকডাউনে

Social

মলয় দে নদীয়া:-লকডাউন এর বেশ কয়েকমাস আগে নদীয়ার রানাঘাট পৌরসভার চেয়ারম্যান পার্থসারথি চট্টোপাধ্যায়ের প্রচেষ্টায় চালু হয়েছিল শ্মশান অ্যাপস। প্রয়োজনের নিরীখে অনেকেই সেটি ব্যবহার করতেন । বতর্মানে চলছে লকডাউন আর এর জেরে, গণপরিবহন ব্যবস্থা বন্ধ হওয়ায় গৃহবন্দী নিকট আত্মীয়গণ বিশেষ উপকৃত হচ্ছেন। ফলে জনপ্রিয়তা বাড়ছে এই অ্যাপসের।

অনেকেরই দূরত্বের কারণে নিকট আত্মীয়র শেষকৃত্য সম্পন্ন হওয়ার পাশে না থাকতে পারলেও মানসিক তৃপ্তির জন্য চক্ষু স্বার্থক হচ্ছে এই অ্যাপসের মাধ্যমে। রানাঘাট শহরে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী দেবতোষ চট্টোপাধ্যায়ের ৮২ বছর বয়স্কা মা পরশু মারা যান। তাঁর কন্যারা এবং আত্মীয়রা হংকং, আমেরিকা, কলকাতা সহ বিভিন্ন স্থান থেকে পৌঁছাতে পারেননি। অগত্যা অ্যাপসে ভরসা রেখেছেন পরিবার। শুধু বিশিষ্টজনদের নয় এ সুযোগ সকলের জন্যই, জানালেন পৌরসভার পৌরপিতা পার্থসারথি চট্টোপাধ্যায়।

কিভাবে ডাউনলোড করবেন এই অ্যাপস?

Web page a likte hobe
For live streaming of online cremation activity.
1st step Install ezviz app ?
2nd step put User Name – rghat.municipality@gmail.com
3rd step put Password: rana@123
4th step put verification code – TKNIIZ

Leave a Reply