স্বাস্থ্যবিধি মেনে দ্রুত লোকাল ট্রেন চালুর দাবিতে জেলার বিভিন্ন স্টেশনে নাগরিক প্রতিরোধ মঞ্চের ডেপুটেশন

Social

সোশ্যাল বার্তা : লোকাল ট্রেন চালুর দাবিতে আজ নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্টেশনে স্টেশন ম্যানেজার এর মাধ্যমে দক্ষিণ-পূর্ব রেলের ডিভিশনাল ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হল। জেলায় মেছাদা পাঁশকুড়া তমলুক কোলাঘাট ভোগপুর কাঁথি স্টেশনে ডেপুটেশন দেওয়া হয়। ইতিপূর্বে মঞ্চের রাজ্য শাখার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানান মঞ্চের প্রতিনিধিরা। মেছেদায় ডেপুটেশন এ নেতৃত্ব দেন জেলা আহ্বায়ক মধুসূদন বেরা। এছাড়াও সুমিত রাউত, সৈয়্দ মালেকুজ্জামান, জগদীশ শাসমল, অনুপ মাইতি সহ অন্যরা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেন। মঞ্চের জেলা আহ্বায়ক মধুসূদন বেরা বলেন – ট্রেন চালানো যেখানে অত্যন্ত জরুরী ছিল সে জায়গায় গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণা সকলকে হতাশ করেছে। আমরা ট্রেন চালানোর দাবিতে এলাকায় এলাকায় প্রতিবাদ কর্মসূচি নিয়েছি। তিনি বলেন এ রাজ্যে লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে রেল ব্যবস্থার উপর নির্ভরশীল নিত্যযাত্রী, হকারসহ সাধারন মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে, বিপুল অর্থ ব্যায় করে মানুষ যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। দ্রুত ব্যবস্থা না নিলে রাস্তায় নেমে প্রতিবাদ হবে।

Leave a Reply