মলয় দে, নদীয়া : দীর্ঘ লকডাউনে , অনেকেই অনেক রকম ক্ষতির সম্মুখীন হয়েছেন! এমনকি ছাত্র-ছাত্রীরাও ভবিষ্যতে বড়োসড়ো বিপর্যয়ের মুখে, তবে গৃহবন্দি অবস্থায় থেকে প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছেন অনেকেই।
নদীয়ার শান্তিপুর হসপিটাল নিকটস্থ ভেড়িপাড়া অঞ্চলের বাসিন্দা এবং এবছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী সৌম্যদ্বীপ ভক্ত প্রায় তিন মাস ধরে দীর্ঘ প্রচেষ্টার ফলে তিনটি রথ বানিয়ে ফেললেন ।
তার সাথে আমাদের সংবাদ মাধ্যমের সাথে কথোপকথন সূত্রে জানা গেলো পুরীতে জগন্নাথ দেবের রথ নির্মাণ কার্য্য শুভ অক্ষয় তৃতীয়া র দিন থেকে শুরু হবার সাথে সাথেই সেই দিন থেকে সৌম্য দ্বীপও তার নিজের প্রচেষ্টায় এবং তার শৈল্পিক দক্ষতায় কার্ডবোর্ড , কাগজ, রং, আর্ট পেপার, পাট কাঠি , কাপড় , আইসক্রিমের কাঠি প্রভৃতি দ্বারা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিনটি রথ বানিয়ে ফেলেছে ।
তবে দীর্ঘ লক ডাউন, স্কুল বন্ধ , পরীক্ষা বাতিল এই সমস্ত কারণ বশত হাতে পর্যাপ্ত সময় থাকার কারণেই এমন শিল্পকর্ম করা সম্ভব হয়েছে বলে আমাদের সংবাদ মাধ্যমকে জানালো সৌমদীপ ও তার পরিবার । তবে এ ধরনের শিল্প কর্ম সে আগেও বেশ কিছু করেছে বলে তার পরিবার সূত্রে জানা গেলো ।