নতুন পেশা –‘গাছের ডাক্তার’। কি অবাক হলেন ?

Social

শারীরিক অসুস্থতার কারণে আমরা ডাক্তারের কাছে ছুটে যাই। কিন্তু যদি বাগানের গাছের অসুখ হয় তাহলে কি করবেন?

বাংলাদেশের ঢাকা শহরের আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের ফটকের সঙ্গে লাগোয়া ছোট্ট একটি নার্সারিতে গ্রিন সেভার্স নামে একটি সংগঠনের কার্যালয় রয়েছে । এই গ্রীন সেভার্স নামের সংগঠনটি ‘গাছের ডাক্তার’ নামে নতুন একটি পেশা চালু করেছেন। গাছের কোন সমস্যা দেখা দিলে অনলাইন বা ফোনের মাধ্যমে জানিয়ে দিলে বাড়িতে বা বাগানে সাইকেলে করে সটান হাজির হয়ে যান এই গাছের ডাক্তারেরা।এখনো অবধি প্রায় ১৫ জন গাছের ডাক্তার আছে সংস্থাটির।

বিভিন্ন অফিস-আদালতে, বাড়ি,খামার বা উদ্যান পরিচর্যার জন্য ও গাছের অসুখ সারানোর জন্য তারা সদা নিয়োজিত। পারিশ্রমিক নির্ভর করে কেমন কাজ রয়েছে তার উপর। ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত।দূরত্ব ও সময়ের ভিত্তিতেই এই সেবার মূল্য ঠিক করা হয়। সামাজিক ব্যবস্থার মডেলে যার নেতৃত্বে কাজ হয় সংস্থার সভাপতি অাহসান রনি বলেন “পেশাটিকে জনপ্রিয় করে তোলাই আমাদের লক্ষ।এছাড়া মানুষ যাতে আমাদের উপর ভরসা পায় ও তরুণরা যাতে এই পেশায় আগ্রহী হয় সেই জন্যই তাদের ‘গাছের ডাক্তার’ পদবী দেওয়া হয়েছে”।

এই গাছের ডাক্তারেরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সংগঠনের নিজস্ব মডিউল প্রশিক্ষণপ্রাপ্ত। তরুণদের মধ্যে এই পেশাটিকে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর গ্রিন সেভার্স সংগঠনটি।

(তথ্য ও ছবিঃ ঋণ ইউটিউব)