বেলেঘাটা আইডি হাসপাতালে কাজ করার জেরে সামাজিক বয়কট ,নদীয়ার নপাড়ার স্বাস্থ্যকর্মীর

Social

মলয় দে নদীয়া :- বন্ধ বাড়িতে দুধ দেওয়ার পরিষেবা, পানীয় জল আনতে গেলে শুনতে হচ্ছে নানা কটূক্তি , চরম সমস্যায়  এবং আতঙ্কে বেলেঘাটা আইডি হাসপাতালে কর্মরতা নদীয়া রানাঘাট থানার নপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা চিত্রা মন্ডল এবং তার পরিবারের। সূত্রের খবর, গত দুই বছর ধরে বেলেঘাটা আইডি হাসপাতালে কর্মরতা রানাঘাট থানার ন-পাড়া গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া গ্রামের বাসিন্দা চিত্রা মন্ডল। ১০ বছর আগে তার বাবা মারা যায়। বর্তমানে পরিবারে তাঁর মা এবং বোন রয়েছে। মা গৃহবধূ এবং বোন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।

পরিবারের রোজগার সূত্র বলতে তিনি নিজেই। কিন্তু করোনা সংক্রমনের জেরে আইডি হাসপাতালে চিকিৎসা হচ্ছে যারা করোনা আক্রান্ত তাদের। স্থানীয়দের সন্দেহ যেহেতু বেলেঘাটা আইডি হাসপাতালে কাজ করেন ওই যুবতী সে কারণেই তার করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। সে কারণেই প্রথমে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছিল না।

প্রশাসনের তৎপরতায় বাড়িতে ঢুকলেও কার্যত একঘরে করে রাখা হয়েছে তার পরিবারকে। বাড়ির বাইরে বের হতে দেওয়া হচ্ছে না এবং আনতে দেওয়া হচ্ছে না পানীয় জল। অভিযোগের তীর ওই গ্রামের একাংশের দিকে। যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এর দাবি মানুষকে অনেক বোঝানো হয়েছে, তাতেও যদি কাজ না হয় পঞ্চায়েতের তরফ থেকে যাতে তারা পানীয় জল এবং খাদ্য বাড়িতে বসেই পেতে পারেন তার সুব্যবস্থা করা হবে। স্থানীয় পুলিশের পক্ষ থেকেও মিলেছে সহযোগিতার আশ্বাস ও এলাকার  মানুষকে তারাও বোঝাচ্ছেন ।

কয়েকদিন আগে ঘটা করে স্বাস্থ্য কর্মীদের সম্মান জানাতে বাজানো হলো থালা, শঙ্খ কত কি! সোশ্যাল মিডিয়া ফেসবুক,হোয়াটসঅ্যাপে এখনো চলছে স্বাস্থ্যকর্মীদের বন্দনা অথচ বাস্তবে এক ভিন্ন চিত্র । কবে জেগে উঠবে আমাদের এই সুশীল সমাজ? মনে প্রশ্ন জাগে ।

Leave a Reply