দেবু সিংহ ,মালদা: মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরীর উদ্যোগে ‘বিহারী গ্রুপ’ এর ব্যবস্থাপনায় ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায় বসল বিনামূল্যের বাজার।
ধাপে ধাপে প্রায় সাড়ে তিন হাজার দুঃস্থ মানুষকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সোয়াবিন, বিস্কুট, মুড়ি, ন্যাপকিন এবং অন্যান্য সবজি বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে বাজারে প্রবেশ করেন দুঃস্থ মানুষেরা।
প্রতিদিন প্রায় ৪০০ দুঃস্থ মানুষকে বিনামূল্যে ১২ ধরনের সামগ্রী বিতরণ করা হবে। করোনা মোকাবিলায় মালদা জেলাতেও চলছে লকডাউন।এই পরিস্থিতিতে গরিব মানুষদের খাদ্য সামগ্রী সহ অন্যান্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়।
প্রাক্তন মন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানান।
নিজের হাতে খাদ্য সামগ্রী দুস্থদের হাতে তুলে দেন তিনি।
এছাড়াও বিনামূল্যের বাজারে উপস্থিত ছিলেন,বিহারী গ্রুপের উদ্যোক্তা অমরদীপ সাহা, অমিত সাহা, গৌরাঙ্গ সাহা সহ অন্যান্য সদস্যরা।
লকডাউন পরিস্থিতিতে গরিব মানুষদের জন্য বিনামূল্যের বাজারের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উদ্যোগ নেয় ‘বিহারী গ্রুপ’। বিনামূল্যে এলাকার গরিব মানুষদের চাল, ডাল, আলু, সোয়াবিন, বিভিন্ন সবজির সহ ন্যাপকিন তুলে দেওয়া হয়।মুখ্যমন্ত্রী বলেছেন গরিব মানুষদের পাশে দাঁড়াতে সেই কারণে বিনামূল্যের এই বাজারের আয়োজন করা হয় বলে জানান, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী।