ভোট ঘোষণার পরেই মেচেদা ইসকন মন্দিরে গিয়ে খরতাল বাজিয়ে কীর্তন করতে দেখা গেল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে

Social

মেচেদা : পূর্ব মেদিনীপুর জেলার মেচেদাতে ইসকন মন্দিরে নিত্যানন্দ প্রভুর স্মরন উৎসবে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভোট ঘোষণার পর এই প্রথম অরাজনৈতিক মঞ্চে উপস্থিত হয়েছিলেন তিনি। মন্দিরের পাশে অবস্থিত একটি মঞ্চে ভক্তদের সঙ্গে করতালে মেতে উঠেছিলেন। “সারা বছর যে পড়াশুনা করে পরীক্ষার সময় তাকে চিন্তা করতে হয়না” শনিবার মেচেদায় ইসকন মন্দিরে নিত্যানন্দ মহাপ্রভুর আর্বিভাব দিবসে এসে আসন্ন বিধানসভা ভোট নিয়ে এমনই মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

তিনি আরও বলেন এটা আমার আস্থার জায়গা সনাতনী ধর্মের জায়গা। ভগবান তাঁর সঙ্গে আছেন এই বিশ্বাস করেন তিনি।

Leave a Reply