বগুলায় চালু হলো বগুলা রেড ভলান্টিয়ার্স পরিচালিত আইসোলেশন সেন্টার

Social

সোশ্যাল বার্তা:  সারাদেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ করোনা সংক্রমণ রুখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। পাশাপাশি এগিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও । গতকাল ২৩শে মে রবিবার বর্তমান করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে নানাভাবে সহযোগিতা করতে নদীয়া জেলার হাঁসখালি থানার বগুলার “বগুলা সরোজ মুখার্জি স্মৃতি ভবন” এ রেড ভলেন্টিয়ার দ্বারা পরিচালিত আইসোলেশন সেন্টার শুভ উদ্বোধন হয়।

উদ্বোধন করেন ডঃ বীরেন মজুমদার, ব্লক স্বাস্থ্য আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকগণ, টেকনিশিয়ানগণ।

রেড ভলান্টিয়ার্স দের নিয়ে দীর্ঘ আলোচনা হয় ও পরামর্শ দেন চিকিৎসকরা । রেড ভলান্টিয়ার্স পরিচালিত পরিসেবা ও সহযোগিতা করছেন অক্সিজেন সিলিন্ডার দিয়ে। উল্লেখ্য শনিবার রাতেই কলেজ পাড়ার একজন রোগীকে অক্সিজেন দিয়ে সহায়তা করা হয়েছে এই সংস্থার মাধ্যমে।

সংস্থার সদস্যরা জানান “সরকারিভাবে অক্সিজেন সিলিন্ডার এর ব্যবস্থা হলে আরো ভালো ভাবে করা যেত। আপাতত দুটি বেডের ব্যবস্থা করা হয়েছে। মানুষের সেবা করে যাবে রেড ভলান্টিয়ার্সের সদস্যরা”।

Leave a Reply