সোশ্যাল বার্তা : “সবুজের স্বপ্ন সবুজায়ন ” নদীয়া জেলার বগুলার একটি সংগঠন, যারা সারাবছর ধরে বৃক্ষরোপণ করে থাকে। অনেকদিন ধরে তারা তাদের এই কর্মসূচি পালন করে চলেছে। বর্তমানে এই সংগঠনের হাতে রয়েছে হাজার হাজার বীজ । নিজেরাই বীজ থেকে চারা তৈরি করেন।
এই মুহূর্তে গোটা বিশ্বে জুড়ে বিশ্ব উষ্ণায়নের ফলে প্রানী জগত এক মহা সংকটের মধ্যে আছে। পৃথিবীর ভারসাম্য ক্ষতিগ্রস্ত। বগুলার সবুজের স্বপ্ন সবুজায়ন তাদের কর্মসূচি প্রতিদিনের মতো এই লকডাউনের মধ্যেও সামাজিক দূরত্ব মেনে এবং সদস্যরা নিজের নিজের জায়গা থেকে আজও পালন করলো বিশ্ব পরিবেশ দিবস।
হাঁসখালি থেকে চিত্রশালী হয়ে বাদকুল্লা পর্যন্ত তারা প্রায় ৫০.০০০ বীজ ছড়িয়ে, বৃক্ষরোপণ করে আজকের দিনটা পালন করলো। সংগঠনের সম্পাদক, সভাপতি সদস্য দিপঙ্কর, দিনেশ, অভিজিৎ, নিলীমেশরা স্বপ্ন দেখে ” এ বিশ্বকে সমস্ত শিশুর বাসযোগ্য করে যাবো আমরা “।
সংগঠনের সদস্য অভিজিৎ সরকার জানিয়েছেন ” আমাদের কাছে প্রতিটা দিন পরিবেশ দিবস, প্রতিদিন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করি এই বৃক্ষরোপণের মাধ্যমে তাই আজকের দিনটা আমাদের কাছে আলাদা কিছু না “।