রায়গঞ্জঃ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অর্জন করেছে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাগ্নিক সিংহ। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৭। বুধবার পরীক্ষার ফলাফল ঘোষনা হতেই স্কুলগুলিতে শিক্ষকদের ফল জানতে আগ্রহ দেখা গিয়েছে। রায়গঞ্জের করোনেশন হাই স্কুল দীর্ঘদিন ধরে মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জন করে আসছে। কিন্তু বর্মানে সেই ফলাফলের আগের ধারা আর নেই। এখন ফি বছর এক বা দুজন ছাত্র সাফল্য পায়। এবার মাত্র একজন ছাত্র ষষ্ট স্থান অধিকার করতে পেরেছে।
বোর্ডের প্রকাশিত মেধা তালিকা সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠ স্থান অধিকার করেছে মোট ১২ জন। মেধা তালিকায় ৮৪জন পড়ুয়া স্থান পেয়েছেন বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে। করোনার লকডাউনের দীর্ঘ প্রতিক্ষার অবসানের পর প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার মধ্য শিক্ষা পর্ষদ ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে। কোভিড ১৯ অতিমারির জেরে এবার নির্ধারিত সময়ের থেকে অনেক দেরি করে ফলাফল প্রকাশ পেয়েছে। পরীক্ষা শেষের ১৩৯ দিন পর ফলাফল প্রকাশ পেল।