ছাএ-ছাত্রীদের নিয়ে মুর্শিদাবাদ জেলা বিজ্ঞান মেলা৷

Social

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত মুর্শিদাবাদ জেলায় গতকাল ২৫শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হল ছাত্র-যুব বিজ্ঞান মেলা-২০১৯।এই ছাত্র-যুব বিজ্ঞান মেলায় ১০২টি বিদ্যালয় অংশগ্রহণ করে।উক্ত বিজ্ঞান মেলায় মাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করলো নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ হাই স্কুল।নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয় গতবছরেও জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছিল।এবছরে মাধ্যমিক স্তরে তাদের আকর্ষণীয় মডেল ছিল প্রাকৃতিক উপায়ে জল সঞ্চয় ও জলের বিশুদ্ধিকরন। মাধ্যমিক স্তরে অংশগ্রহণকারী অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রী-টিউলি মন্ডল এবং রাজিব শেখ।

বিজ্ঞান মডেল এর পরামর্শদাতা শিক্ষক মাননীয় শ্রী সত্যজিৎ সামন্ত মহাশয় বলেন “আজ এই সাফল্যের কারণ হলো- বিদ্যালয়ে হাতে কলমে বিজ্ঞান চর্চা যা ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটিয়েছে”। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী জগদীশ প্রসাদ মিনা ,জেলা শাসক মুর্শিদাবাদ সহ অন্যান্য আধিকারিকগন।প্রতিযোগিতায় প্রথম হওয়া ছাত্র-ছাত্রীদের হাতে পদক সহ শংসাপত্র তৎসহ ২০০০/- টাকা করে তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে।বিদ্যালয়ের এই সাফল্যে শিক্ষক-শিক্ষিকা,শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীবৃন্দ আপ্লুত।পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন-ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।