কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দু’দিন ধরে অনুষ্ঠিত হলো ওয়েবসাইপ কালচারাল এ্যন্ড অ্যাথলেটিক মিট-২০২৩

Social

রমিত সরকার, নদীয়া: ১৮ই মার্চ থেকে ১৯শে মার্চ- এই দুদিন ধরে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ৩৪তম ওয়েস্ট বেঙ্গল কমিটি ফর ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ ওয়েবসাইপ কালচারাল এ্যন্ড অ্যাথলেটিক মিট-২০২৩।

এই মিটে পশ্চিমবঙ্গের মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে মিলে মোট দশটি শারীরশিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এগুলির মধ্যে ছিল তিনটি বিশ্ববিদ্যালয় এবং সাতটি মহাবিদ্যালয়। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগ এই মিটের আয়োজন করে। যাদবপুর ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের শিক্ষক, গবেষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

এছাড়া অংশগ্রহণ করে স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন হেস্টিং হাউজ, কলকাতা; গভর্নমেন্ট কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন, হুগলি; পোস্ট গ্রাজুয়েট গভর্নমেন্ট ইনস্টিটিউট ফর ফিজিক্যাল এডুকেশন, বাণীপুর; ইউনিয়ন খ্রিস্টান কলেজ, বহরমপুর; মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়; নিখিল বঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয়, বিষ্ণুপুর এবং মুর্শিদাবাদের প্রভারাণী ইনস্টিটিউট অফ এডুকেশনের শিক্ষক ও পড়ুয়ারা।

গত ১৮ই মার্চ বিশ্ববিদ্যালয়ের এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে এই মিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যাল। এই পর্যায়ে আমন্ত্রিত অতিথিরা ছিলেন, ফার্স্ট লেডি অফ দা কল্যাণী ইউনিভার্সিটি সুমিত্রা সান্যাল, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অলোককুমার ব্যানার্জি, আইকিউএসি অধিকর্তা অধ্যাপক নন্দকুমার ঘোষ, জনসংযোগ বিভাগের অধিকর্তা অধ্যাপক সুজয়কুমার মন্ডল, ওয়েবসাইপের সভাপতি অধ্যাপক অসীম কুমার বসু ও সম্পাদক ড. শুভব্রত কর। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শারীরশিক্ষা বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকাবৃন্দ। অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষকেরাও। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শারীরশিক্ষা সম্পর্কিত এই ধরনের মিটের আয়োজন করতে পেরে আমরা ভীষণ খুশি। শারীরশিক্ষা চর্চার জন্য উপযুক্ত পরিকাঠামো বিশ্ববিদ্যালয়ে গড়ে তুলছি। আগামী দিনে অ্যাথলেটিকের জন্য সিন্থেটিক ট্রাক আমাদের মাঠে করা যায় কিনা তা ভেবে দেখছি।
শারীরশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড. সন্দীপ শংকর ঘোষ বলেন, এবারের ওয়েবসাইপ মিটে মোট দশটি শারিশিক্ষা প্রতিষ্ঠানের বারোশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। এক্ষেত্রে উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষভাবে সহায়তা করেছেন।

জনসংযোগ বিভাগের অধিকর্তা অধ্যাপক সুজয়কুমার মন্ডল জানান, কোভিড সময়কালের পর থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমান উপাচার্যের নেতৃত্বে বিদ্যায়তনিক, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক লাগাতার বড় বড় ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এই ওয়েবসাইপ মিটের মাধ্যমে রাজ্যস্তরীয়ভাবে ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে তাদের দক্ষতা প্রদর্শন করতে পারল। এই অভিজ্ঞতা আগামী দিনে তাদের ভীষণ কাজে লাগবে।

প্রথম দিন দলগতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মনন ও সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ক্রীড়া প্রতিযোগিতা হয়। দ্বিতীয় দিনের অনুষ্ঠানেরও সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শুরুতে ছাত্র ছাত্রীদের মার্চ পাস্ট হয়, এরপর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন শারীরশিক্ষা বিভাগের শিক্ষক ড. পথিকৃৎ বন্দ্যোপাধ্যায় ও শিক্ষিকা ড. লাডেন লেপচা। বিভাগের কোচ ও ইন্সট্রাক্টরাও পরিচালনার কাজে সক্রিয় ভূমিকা পালন করে। এই ওয়েবসাইপ মিটকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের উৎসাহ, উদ্যোম ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। শারীরশিক্ষাবিদদের মতে, রাজ্যে শারীরশিক্ষা চর্চার প্রসারের ক্ষেত্রে এ ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন সক্রিয় অনুঘটকের কাজ করবে।

Leave a Reply