“এবার পুজো হোক সবার পুজো”আহবানে ধুবুলিয়ার স্মাইল ইন্ডিয়া ফাউন্ডেশন

Social

ঢাকের বাদ্যি বাঁজতে আর দিন কয়েক বাকি, তার আগেই ; দারিদ্র পীড়িত অসহায় মানুষদের মধ্যে পূজোর আনন্দ জোয়ার নিয়ে এল ধুবুলিয়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন — স্মাইল ইন্ডিয়া ফাউন্ডেশন।

” বিনেপয়সার বাজার ” খুলে গত দুদিন ধরে ২৫-২৬শে সেপ্টেম্বর প্রায় ২১০০ অসহায় মানু‌ষের হাতে তারা তাঁদের পছন্দের নতুন বস্ত্র এবং নতুন জুতো তুলে দিলেন।তবে এই পোশাক তুলে দেওয়ার জন্য তারা অভিনব পদ্ধতি গ্রহণ করেছেন। দোকানে সাজানো রয়েছে বিভিন্ন মাপের, বিভিন্ন রঙের,ছোট-বড় সবার জন্য পোশাক সঙ্গে রয়েছে নতুন জুতো।যার যেটা মাপে হচ্ছে ও পছন্দ হচ্ছে তার হাতে তুলে দিচ্ছে সদস্যরা তবে তার জন্য কোন পয়সা দিতে হচ্ছে না।সদস্যদের মধ্যে একজন বললেন” আসলে পুজোর জন্য  কেনাকাটার মধ্যে যে আনন্দ থাকে সেই আনন্দটা যাতে পায় তাই ওদের জন্য এই ব্যবস্থা ।ফাউন্ডেশনের প্রধান পরিচালক পেশায় অঙ্কন শিক্ষক লক্ষণ ব্রহ্ম বললেন ” পূজোর মুখে এতগুলো মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা ভীষন খুশি । “☺ তিনি আরও জানালেন তাঁদের এই ” আনন্দ দান ” কর্মসূচি আগামী কদিন কৃষ্ণনগর, তাহের পুর, রানাঘাট,চাকদহ বিষ্ণুপুর, বেথুয়া, মুড়াগাছা, মায়াপুর , ডায়মন্ড হারবার এবং
শিলিগুড়িতে অনুষ্ঠিত হবে ।
চারিদিকে যেভাবে মনুষত্বের অপমৃত্যু ঘটছে, সেখানে ধুবুলিয়া স্মাইল ইন্ডিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়।