নিউজ সোশ্যাল বার্তা: সাগরদ্বীপ হল বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানে অবস্থিত একটি দ্বীপ। কলকাতা শহর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি। গঙ্গা নদীর মর্ত্যে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাঁথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর।
গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা প্রথম স্থানে রয়েছে কুম্ভমেলার । সাগর দ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ। তাই প্রতিবছর মকর সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থস্নান করতে আসেন; তবে বিহার-উত্তরপ্রদেশ থেকে আগত অবাঙালি পুণ্যার্থীদের ভিড়ই হয় সর্বাধিক।
ভ্রমণ প্রিয় বাঙালি । অনেকে আবার এক একঘেয়েমি জীবনও পছন্দ করেন না । কারোর মনে রয়েছে তীর্থ দর্শন । এমন যাদের ভাবনা তারা যেতে পারেন সোজা গঙ্গাসাগর ।
কিভাবে যাবেন: সকালে কলকাতা থেকে বের হলে আবার সন্ধ্যার মধ্যেই ফিরে আসতে পারবেন কলকাতা । এখন কলকাতা থেকে গঙ্গাসাগর যেতে পারবেন ক্রুজে করে ।
ভাড়া ও বুকিং : টিকিট পাবেন অনলাইনে যাতায়াত জনপ্রতি ২০০০ টাকা । এক পিঠে ভাড়া পড়বে ১০০০ টাকা ।তবে প্রথম শ্রেণীর ভাড়া পড়বে এক হাজার ৪০০ টাকা । প্রথম শ্রেণীর টিকিটে পাবেন চা ও স্নাক্স । অাগে থেকে বুকিং করে রাখতে হবে । বুকিং : https://ospreyindia.com/
কখন ও কোথা থেকে ছাড়বে: সকালে কলকাতার মিলেনিয়াম পার্কের জেটি থেকে যাত্রা শুরু হয় ক্রুজের সকাল ৭.৩০ মিনিটে গঙ্গা সাগরের উদ্দেশ্যে পৌছবে ১০.৩০ মিনিটে কচুবেড়িয়া জেটিতে ।
কচুয়াবাড়ি নেমে গাড়ি ভাড়া করে যেতে হবে কপিল মুনির আশ্রম ।
গাড়ি ভাড়া: গাড়ি ভাড়া পড়বে মোটামুটি ১৫০০-২০০০ টাকা যাতায়াত । অনেক গাড়ি রয়েছে তবে যাতায়াতের ক্ষেত্রে মারুতি ভ্যান ভালো একসঙ্গে ৬-৭ জন যাওয়া যায় । কপিলমুনির আশ্রমে যেতে সময় লাগবে ৪৫ মিনিট ।
ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া:
কপিল মুনি আশ্রম এর কাছে নেমে আশেপাশের জায়গা ও মন্দির পরিদর্শন করুন । ওখান থেকে বিচে যাওয়ার দুরত্ব বেশী নয় হেঁটে গেলে লাগবে মাত্র ১০ থেকে ১২ মিনিট । তবে টুকটুকি গাড়ি করেও যেতে পারেন । সে ক্ষেত্রে ঠিকঠাক দাম করে নিতে হবে ভাড়া ৫০ টাকার বেশি নয় । কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে আসতে পারেন । ওখানে বিভিন্ন খাবারের দোকান গুলো রয়েছে খাওয়া-দাওয়া করে নিতে পারেন সঙ্গে কিছু কেনাকাটাও করে নিতে পারবেন ।
রাত্রিবাস বা বাড়ি ফেরা: ওখানে থাকতে চাইলে বিভিন্ন মানের হোটেল রয়েছে ৫০০ থেকে ৩০০০ অবধি থাকতে পারেন বা যদি থাকতে না চান এক দিনের পরিকল্পনা থাকে তাহলে আবার ফিরতে হবে গাড়িতে করে কচুবেড়িয়া । সেখান থেকে এবার কলকাতা ফেরার ক্রুজ সময় বেলা ৩ টে কলকাতা পৌঁছোবে সন্ধ্যা ৬টা নাগাদ ক্রুজের টিকিট কিন্তু আগে থেকেই বুকিং করে রাখতে হবে ।
ছবি ঋণ: গুগোল