জাতীয় সড়কে রাস্তার কাজের জন্য জলের সমস্যা ! পানীয় জলের দাবিতে সাত ঘন্টা রাস্তা অবরোধে মহিলারা

Social

মলয় দে, নদীয়া:- গত সাতদিন নদীয়ার চাকদহ ব্লকের চাঁদুড়িয়া,শিমুরালি,রাউতারি জিপি এলাকায় জলের সমস্যা রয়েছে।জলই জীবন এই উপলব্দি নিয়ে শিমুরালি জিপির শিমুরালি স্টেশন থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক যেতে কালিতলায় গ্রামের মহিলারা মেন রাস্তার ওপর বাঁশ বেঁধে পথ অবরোধ করলো।গত সাতদিন শিমুরালি জিপির অধীনে জল বন্ধ।জলের অভাবে অঙ্গনওয়ারীর ছোট ছোট শিশুদের রান্না বন্ধ।পানীয় জল না থাকায় বেশী দাম দিয়ে জল কিনতে হচ্ছে।

সুলগ্না নন্দী বলেন, জলের বিকল্প ব‍্যবস্থা নেই।তিনদিন হাঁড়ি বন্ধ পঞ্চায়েতের কোনো নজর নেই। জলের তো বিকল্প ব‍্যবস্থা করতে পারে বা চাকদহ পৌরসভা থেকে জল দিতে পারে । দেবে না বসে বসে মজা নিচ্ছে।জনগন কে সজাগ করতে মাইকে বলে পারতো।অঙ্গনওয়ারীর সহায়িকা সুনিতা পাল বলেন,জলের জন‍্য রান্না করতে পারছি না,বাচ্চাদের মুখে কি তুলে দেবো বুঝতে পারছিনা।

সোমাদাস পাল বলেন,আমরা কিছু জানতে বা বুঝতে চাই না জল থাকলে দিন না হলে এই অবরোধ চলবে।একি অবস্থা চাঁদুড়িয়া এক নম্বর জিপির ৯১/২৬ নম্বর ওয়ার্ডে পঞ্চায়েত সদস‍্য সাগর বারুই কে গত সাত দিন জল না পেয়ে এলাকার বাসিন্দারা ঘেরাও করেন।কোন সদুত্তর দিতে পারেনি বাসিন্দাদের এ কথা আমাদের প্রতিনিধি কে জানান পঞ্চায়েত সদস‍্য সাগর বাড়ুই।জলটা ফ‍্যাকটর নয়,জাতীয় হাইওয়ে অথরিটির কাছে। যিনি কন্ডাক্টর তিনি রাস্তা ছাড়া কিছু বোঝেন না।রাস্তা সম্প্রসারণে জন‍্য একের পর এক পাইপ জেসিবি দিয়ে ফাটিয়ে চলেছে।ফলে পুরো চাকদহ ব্লক জল শূণ্য হয়ে গেছে। সেদিকে লক্ষ্য নেই জাতীয় হাইওয়ে অথরিটির।তাই বাধ‍্য হয়ে গতকাল বৃহস্পতিবার পিএইচ ই আধিকারিক একটি চিঠি করেন ন‍্যাশানাল হাইওয়ে অথরিটির প্রোজেক্ট ডাইরেক্টর কৃষ্ণনগর কাছে।

পিএইচই আধিকারিক জানান,আমরা দরাপপুর,বল্লভপুর,চৌগাছা অঞ্চলে গঙ্গার পরিশ্রুত জল দিয়েছি যেহেতু ঐ দিকের পাইপ লাইনটা ঠিক আছে।আমি আমাদের লোকদের নির্দেশ দিয়েছি জরুরী ভিত্তিক কাজ করার জন‍্য।আমরা চেষ্ঠা করছি জলের পরিষেবাটা দিতে। আজ সাত দিন চাকদহ ব্লকের চাঁদুড়িয়া,শিমুরালি,রাউতাড়ি অঞ্চল সহ কয়েকটি জল শূণ‍্য হয়ে রয়েছে।আজ সকাল থেকে চাকদহ পলাগাছা জল প্রকল্পের কাছে কাজ শুরু হয়েছে জানান,পিএইচই আধিকারিক।

শিপ্রা নন্দী জানান,জলের বিকল্প গঙ্গার পরিশ্রুত পানীয় জল। এছাড়া আর তো কিছু নেই।পুকুর ভরাট,টিউবওয়েল গুলির আয়ু শেষ,পঞ্চায়েত গত ভাবে জলের কোন পরিষেবা দিতে পারিনি এই সাতদিন তাই বাধ‍্য হয়ে আমরা পথ অবরোধ করেছি। গ্রামের মহিলারা জল না পেয়ে আজ রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করছেন।আদৌ কি জল পাবেন এই প্রশ্ন থেকে যাচ্ছে !

Leave a Reply