নিজের হাতে মাস্ক বানিয়ে বিলি শিক্ষিকার

Social

অঞ্জন শুকুল, নদীয়া:-করোনার আক্রমণে সারা বিশ্ব আজ তালমাটাল । করোনা সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন রকম ভাবে জনসাধারণকে সচেতন করে চলেছে । সরকারের পক্ষ থেকে জন সাধারণকে বাড়িতে থাকতে ও মাস্ক ব্যবহার করারও আবেদন করা হয়েছে ।

নদীয়ার কৃষ্ণগঞ্জের শিব নিবাসের বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত একল বিদ্যালয়ের শিক্ষিকা সুলতা হালদার নিজের হাতে তৈরী করেছেন মাস্ক । সোমবার এলাকায় গিয়ে ছাত্র-ছাত্রীদের পরিয়ে দিলেন মাস্ক । এলাকার যুবক যুবতীরা এগিয়ে আসেন এই কাজে সহযোগিতা করতে ।

তিনি জানান, ‘ছাত্র-ছাত্রীদের মাধ্যমে যদি পরিবারের প্রধানকে সচেতন করা যায় তাহলে অারও বেশী ভালো হবে । তাই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন । শিক্ষিকার এই উদ্যোগে খুশি স্থানীয় জনসাধারণ ।

Leave a Reply